লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আজ (১৬/০৯/২৫) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব গৌতম চন্দ্র মিত্র এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ সাজ্জাদ।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জরুরি সময়ে প্রয়োজনীয় স্যানিটারি প্যাড ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে এসব ভেন্ডিং মেশিন স্থাপন করা হচ্ছে।
যেসব প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে সেগুলো হলো—
রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, আবিরখিল দাখিল মাদরাসা, মাদরাসাতুল বানাত আল ইস: ফাজিল মাদরাসা, রমারখিল জব্বারিয়া দাখিল মাদরাসা, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, রূপাচরা সফিউল্যা উচ্চ বিদ্যালয়, দাসেরহাট হামিদিয়া আলিম মাদরাসা, জামিরতলী দারুস সুন্নাহা আলিম মাদরাসা, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, মান্দারী ইসলামিয়া আলিম মাদরাসা, ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসা, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, মধ্য চরমনসা মহিলা দাখিল মাদরাসা, ধর্মপুর উচ্চ বিদ্যালয় এবং হোসেনপুর উচ্চ বিদ্যালয়।
মোট ১৫টি প্রতিষ্ঠানে ১টি করে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন প্রদান করা হয়।