ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত যুবক রবিন কাজী (২২) অভিযান শুরু হতেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় বাবলু কাজীর ছেলে রবিন কাজীর বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অভিযানের খবর টের পেয়ে রবিন কাজী ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে ঘরের সানসাইডের ওপর রাখা একটি সিলভারের পাতিলের ভেতর থেকে বিদেশী পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
যৌথবাহিনীর সদস্যরা জানান, অস্ত্রটি অবৈধভাবে রাখা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মঙ্গলবারের মধ্যে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হবে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথবাহিনী রবিন কাজীর ঘরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার করেছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিন কাজীর চলাফেরা দীর্ঘদিন ধরেই সন্দেহজনক ছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তাকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।
এদিকে এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ বলছেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রমাণ হয়েছে—অবৈধ অস্ত্র এখনও অজানা হাতে ঘুরছে। তারা মনে করছেন, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে এলাকায় অশান্তি ও ভয়ের পরিবেশ সৃষ্টি হতে পারে।