1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, গ্রেফতার ৩ মির্জাপুরে পানিতে ডুবে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার ইয়েলো ল্যাম্পের সহযোগিতায় ৯ বছর পর মায়ের কাছে ফিরল পারভীন ধামইরহাটে শিশু সুরক্ষা বিষয়ে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ জলঢাকায় দরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ মুক্তি পেল শ্রমিক নেতা বাবু ও তার বাবা লক্ষ্মীপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন সাভারে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সদস্য আব্দুস সালাম গ্রেপ্তার মির্জাপুরে জুলাই আন্দোলনে অংশ নেয়া এক কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগ

মনপুরায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ

মনপুরা(ভোলা)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

মনপুরায় সত্য ও বস্তুনিষ্ট এবং নিজের বাবার জমি রক্ষা এবং সংবাদ সংগ্রহের জেরে ক্ষুদ্ধ হয়ে মনপুরায় জনৈক আঃ রব তালুকদার , মোহাম্মদ মেহেদী হাসান নামে এক সংবাদিককে মিথ্যা মামলা দিয়ে  হয়রানির অভিযোগ উঠেছে।

মোহাম্মদ মেহেদী হাসান দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার মনপুরা উপজেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল সকালের শিরোনাম, এবং চ্যানেল ভোলা এর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মোহাম্মদ মেহেদী হাসান ভোলা জেলা মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়ন চর ফৈজউদ্দিন ৭ নং ওয়ার্ড এর বাসিন্দা মো:নাজমুল হক হাওলাদারের পুত্র।

সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের  ঘটনায় মনপুরা উপজেলা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিব্বুল্যাহ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক মোঃ লোকমান খান এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা মনপুরা উপজেলা শাখার সভাপতি মো: লোকমান খান , সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান , স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও কাল্পনিক মামলা অবিলম্বে প্রত্যাহার ও সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান কে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

জানা যায়, মনপুরা উপজেলাধীন চর ফৈজউদ্দিন গ্রামের মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের পুত্র নাজমুল হক হাওলাদার গং এবং মৃত মফিজুর রহমান পাটোয়ারীর পূত্র মুসলিম গং এর বন্দোবস্তীয় মালিকানাধীন অর্ধ কোটি টাকা মূল্যের জমি ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মিয়ার নেতৃত্বে গত ২০০৮ সাল থেকে মৃত সুলতান আহমদের পূত্র আ:রব তালুকদার ও তার দুই ছেলে ফরিদ উদ্দিন ও শহিদ আলম প্রকাশ্য দিবালোকে একদল সন্ত্রাসী নিয়ে  জমি জোর পূর্বক দখল করার চেষ্টা চালায়।
এছাড়াও ৪/২০০৮ সাল থেকে মো:নাজমুল হক এবং চর ফৈজউদ্দিন গ্রামের বাসিন্দা মৃত মফিজুর রহমান পাটোয়ারীর পূত্র মুসলিম এর নামে ২০০৫ -৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেড় একর করে বন্দোবস্ত কৃত ৩ একর জমির বিরুদ্ধে ৪/২০০৮, সালে আ:রব তালুকদার বাদী হয়ে দেওয়ানী কোর্টে মামলা দায়ের করে । মো:নাজমুল হক এবং মুসলিম এর বিরুদ্ধে দায়ের কৃত দেওয়ানী মামলায় আ: রব তালুকদারের ১০ হাজার টাকা জরিমানা করে ১৫-৪-১৪ সালে বাদীর মামলা খারিজ করে দেয় দেওয়ানী কোর্টে ।

অতঃপর আঃ রব তালুকদার তাহার ১৫/৪/১৪ তারিখে খারিজ কৃত মামলাটি দেওয়ানী কোটে দেওয়ানী আপিল নং ১৭/১৪ পুনোরায় আপিল রুজু করেন। অত্র দেওয়ানী আপিলটি আদেশ হইলো জে ১৭/১৪ নং মোকদ্দমা টি দোতরফা সুনানী অন্তে না মনজুর করেন। এরপর মনপুরা জজ আদালতে দেওয়ানী ৪/৮ নং মোকদ্দমা বিগত ১৫/৪/১৪ ইং তারিখের রায় এবং বিগত ২২/৪/১৪ তারিখের স্বাক্ষরিত ডিক্রি বহাল ও বলবৎ রাখে।

গত ৭/৮/২০২৫ ইং তারিখে নাজমুল হক এবং মুসলিম এর সরকার কর্তৃক নেওয়া বন্দোবস্ত জমিতে পুনরায় জোর পূর্বক ভাবে চাষাবাদ করার চেষ্টা করে আঃরব তালুকদার এবং তার দুই ছেলে ফরিদ উদ্দিন ও শহিদ আলম। বন্দোবস্ত কৃত মালিক পক্ষের মো: নাজমুল হক হাওলাদারের পূত্র সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান সেই জমিতে চাষাবাদ বন্ধ করে ট্রাক্টর উঠিয়ে দেওয়ার কারনে সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানকে ১ নং আসামি করে ৩ জনের বিরুদ্ধে ১২/৮/২৫ তারিখে মনপুরা বিঙ্ঘ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি কাল্পনিক মিথ্যা মামলা এম পি ৬৪/২৫ দায়ের করে।

এই মামলার ২ নং স্বাক্ষী সোহেল মেম্বার সাংবাদিকদের বলেন , আমি আজ প্রায় ৪ মাস মনপুরায় নেই। আর আমি এই মামলার বিষয়ে কিছুই জানিনা।

এই মামলার ৩ নং স্বাক্ষী ট্রাক্টর ড্রাইভার জসিম সাংবাদিকদের বলেন, সেই দিন আমাকে আ: রব তালুকদার বলেন জমি চাষ দিতে হবে। এর পর দুপুরে আমি জমি চাষ দিতে গেলে আমাকে সাংবাদিক মেহেদী গিয়ে ট্রাক্টর বন্ধ করতে। আমি ট্রাক্টর বন্ধ করলে মেহেদী চাবি নিয়ে উপরে আসে। এরপর আমি সাংবাদিক মেহেদীর সাথে কথা বলে চবি নিয়ে নেই। সেই খানে আ:রব তালুকদার এর সাথে সাংবাদিক মেহেদীর কোন কথা বার্তা হয়নি। আ:রব তালুকদার ছিলো জমির এক পাসে সাংবাদিক মেহেদী ছিলো জমির অপর পাসে। তিনি আরও বলেন সেখানে মেহেদীর সাথে তাদের কথাই হয়নাই তাহলে চাঁদা দাবি অথবা মারামারি হবে কি ভাবে।

এই মামলার ৬ নং স্বাক্ষী আঃ হাই সাংবাদিকদের বলেন,আমি আমার জমিনের কাছে ছিলাম আমি দেখতে পাই সাংবাদিক মেহেদী ট্রাক্টর বন্ধ করে চাবি নিয়ে তার চাচার বাসার কাছে এসে দাড়িয়ে আছে। এর পর ট্রাক্টর ড্রাইভার জসিম গিয়ে তার সাথে কথা বলে চাবি নিয়ে চলে আসে। সেখানে কোন মারামারি হয়নাই এবং আঃরব তালুকদার এর সাথে সাংবাদিক মেহেদীর কোন রকম কথা হয় নাই। তাহার দুইজন জমির দুই পাসে ছিলো।

সাংবাদিক মেহেদী হাসান এর নামে দায়ের কৃত মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে মনপুরা প্রেসক্লাব, মনপুরা রিপোর্টার্স ইউনিটি সহ সকল সাংবাদিক মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট