1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন

লক্ষ্মীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন মোসা. শাহিনুর আক্তার (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুরের সঙ্গে একই এলাকার যুবক ফারুকের দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল। এ সময়ে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন ফারুক। প্রবাসে (সৌদি আরব) থাকাকালে নিয়মিত ভিডিও কলে যোগাযোগ করতেন তিনি। এ সময় অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে থাকতে পারেন এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তরুণী।

সম্প্রতি দেশে ফেরার পর ফারুক তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং অন্যত্র বিয়ের প্রস্তুতি নিতে থাকেন। বিষয়টি জানাজানি হলে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাহিনুর ফারুকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেন।

এ সময় ফারুকের পরিবারের লোকজন তাকে ঘর থেকে টেনে বের করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে শুক্রবার দুই পরিবারের উপস্থিতিতে মীমাংসার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।
অভিযুক্ত ফারুকের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট