লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন মোসা. শাহিনুর আক্তার (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুরের সঙ্গে একই এলাকার যুবক ফারুকের দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল। এ সময়ে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন ফারুক। প্রবাসে (সৌদি আরব) থাকাকালে নিয়মিত ভিডিও কলে যোগাযোগ করতেন তিনি। এ সময় অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে থাকতে পারেন এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তরুণী।
সম্প্রতি দেশে ফেরার পর ফারুক তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং অন্যত্র বিয়ের প্রস্তুতি নিতে থাকেন। বিষয়টি জানাজানি হলে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাহিনুর ফারুকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেন।
এ সময় ফারুকের পরিবারের লোকজন তাকে ঘর থেকে টেনে বের করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে শুক্রবার দুই পরিবারের উপস্থিতিতে মীমাংসার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।
অভিযুক্ত ফারুকের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।