1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, গ্রেফতার ৩ মির্জাপুরে পানিতে ডুবে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার ইয়েলো ল্যাম্পের সহযোগিতায় ৯ বছর পর মায়ের কাছে ফিরল পারভীন ধামইরহাটে শিশু সুরক্ষা বিষয়ে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ জলঢাকায় দরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ মুক্তি পেল শ্রমিক নেতা বাবু ও তার বাবা লক্ষ্মীপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন সাভারে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সদস্য আব্দুস সালাম গ্রেপ্তার মির্জাপুরে জুলাই আন্দোলনে অংশ নেয়া এক কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগ

মুক্তি পেল শ্রমিক নেতা বাবু ও তার বাবা

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

উত্তরা ইপিজেডের এভারগ্রীন প্রোডাক্টস বিডি লিমিটেডের শ্রমিক ছাইদুল ইসলাম সাইফুল ও তার বাবার মুক্তির দাবিতে নীলফামারীতে সড়ক অবরোধ ও জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেছেন শ্রমিকরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১২টার দিকে কয়েক শত শ্রমিক মিছিল নিয়ে নীলফামারী শহরের ডিসি অফিস-সার্কিট হাউস সড়কে অবস্থান নেন। এ সময় তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্লোগান দিতে থাকেন। প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে দুপুর দেড়টার দিকে আদালত কারাগারবন্দি শ্রমিক সাইফুল ও তার বাবাকে জামিনে মুক্তি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

গত ১২ সেপ্টেম্বর সকালে স্ত্রীকে রাখতে ইপিজেডে গিয়ে নিখোঁজ হন শ্রমিক সাইফুল। তার বাবা শফিকুল ইসলাম ওইদিনই সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ১৩ সেপ্টেম্বর রাতে সৈয়দপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে কর্দমাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে সাইফুল জানান, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে মালিক পক্ষের কাছে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তিনি আত্মগোপনে গিয়েছিলেন। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে সাইফুল ও তার বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে শ্রমিকরা ইপিজেড এলাকায় বিক্ষোভে নামেন। পুলিশ তাদের সেখান থেকে সরালে তারা মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন এবং ডিসি অফিসের সামনে সড়ক অবরোধ ও প্রশাসনিক কার্যালয় ঘেরাও করেন।

অবরোধ প্রত্যাহারের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, রাজনৈতিক দলের প্রতিনিধি ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিকদের উত্থাপিত যৌক্তিক দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়। শ্রমিকরা জানান, বৃহস্পতিবার থেকে তারা কাজে যোগ দেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট