টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ৩দিন পর ফালু মিয়ার (৫৮) লাশ উদ্ধার করা হয়েছে।
ফালু মিয়া মির্জাপুর সদরের পুষ্টকামুরী গ্রামের ইলিম উদ্দিনের ছেলে।
গত মঙ্গলবার সকালে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরার সময় পানিতে নামেন ফালু মিয়া। এরপর ডুবে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে দিনভর উদ্ধার কাজ চালালেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলের পাশের জমির কচুরি পানার নিচ থেকে তার লাশ উদ্ধার হয়।
নিহতের ছোট ভাই লাল মিয়া জানান, তার ভাইকে খোঁজতে ২০ জন শ্রমিক নিয়ে পাশের জামির পানা পরিস্কার শুরু করেন। সকাল। ৮টার দিকে পানার নিচে তার লাশ দেখতে পায় শ্রমিকরা। এদিকে পানিতে ডুবে নিখোঁজের ৩দিন পর লাশ উদ্ধারের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সকাল সাড়ে ৯টায় পুষ্টকামুরী খালপাড়ায় তার নামাজের জানাজা শেষে সামাজিক কবরাস্থানে দাফন করা