1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

বিরামপুরে স্কুলছাত্রী শ্লীলতাহানির চেষ্টা, থানায় অভিযোগ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর স্টেশন পাড়ায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।ভুক্তভোগী ছাত্রী বৃষ্টি (১২),স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। তার পিতা মন্টু মিয়া ও মাতা কাঁন্চি বিরামপুর রেল স্টেশন সংলগ্ন স্থানীয় বাসিন্দা। অভিযোগে জানা যায়,আজ সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় বৃষ্টির বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা জৈনক সেকেন্দার আলী (৫০),বৃষ্টিকে তার বাড়িতে কৌশলে ডেকে নেয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এ সময় বৃষ্টির চিৎকারে প্রতিবেশী এগিয়ে আসলে তাকে ছেড়ে দিয়ে সেকেন্দার আলী পালিয়ে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পরিবারের পক্ষ থেকে বৃষ্টির পিতা মন্টু মিয়া বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে বৃষ্টি ও তার মা ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার জানায়, স্কুলে যাতায়াত ও বাইরে বের হওয়া নিয়ে তারা এখন ভীতসন্ত্রস্ত।

পূর্ব জগন্নাথপুর স্টেশনপাড়া গ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্রী বৃষ্টি (১২)-কে শ্লীলতাহানির অভিযোগ করেন বৃষ্টি ও তার মাতা ও পিতা। বৃষ্টির পিতা মন্টু মিয়া ও মাতা কাঁঞ্চি জানিয়েছেন, স্থানীয় সেকেন্দার আলী (৫০) এ ঘটনায় জড়িত রয়েছে। ঘটনার পর শিশুটির পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

বর্তমানে বিরামপুর থানা বিষয়টি তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার ঘটনাটি সরেজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থার জোর দাবি জানান। এ বিষয়ে বিরামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান,অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট