1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

নীলফামারীর ডিমলায় ফেসবুক পোস্টকে ঘিরে উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ডালিয়া ১ নম্বর বাজারসংলগ্ন সুইপার কলোনির যুবক রবিন চন্দ্র রায় ভাস্কর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডালিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

রবিন চন্দ্র রায় ভাস্করের বাড়ি ডালিয়া ১ নম্বর বাজারের পাশেই। তার পিতা রাজেন্দ্র রায় ভাস্কর ও মাতা গীতা রাণী দীর্ঘদিন ধরে ওই এলাকার সুইপার কলোনিতে বসবাস করছেন।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় ইসকনের তৎপরতা বেড়ে গেছে। তারা দাবি করেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহি বলেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

অন্যদিকে, এ ঘটনায় উত্তেজিত না হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান এবং বিএনপির উপজেলা সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন যৌথভাবে বিবৃতি দিয়ে বলেন, “যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে শান্তি বজায় রাখা জরুরি। আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে সহায়তা করতে হবে।”

বর্তমানে ডালিয়া বাজার ও আশপাশের এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট