1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

নীলফামারী পৌরসভা মাঠকে নিরাপদ ও মানসম্মত ফাস্টফুড এরিয়া ঘোষণা

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

নীলফামারী পৌরসভা মাঠকে নিরাপদ ও মানসম্মত ফাস্টফুড এরিয়া হিসেবে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। একই সঙ্গে তিনি শহরের শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকানগুলোতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয় নিশ্চিত করতে বিশেষ কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক সেমিনার-এ সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, “মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতা বাড়াতে নিরাপদ খাদ্য গ্রহণের বিকল্প নেই। শিক্ষার্থীরা যাতে ভেজাল ও নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ না হয়, সেজন্য স্কুল-কলেজ সংলগ্ন এলাকাগুলো বিশেষভাবে নজরদারিতে আনা হবে।”

সেমিনারে আরও জানানো হয়, পৌরসভা মাঠে বসা বিভিন্ন ফাস্টফুড দোকান ও আড্ডার স্থানে খাদ্যের মান নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভোক্তার অধিকার নিশ্চিতে নিয়মিত তদারকি চালানো হবে। এ উদ্যোগ সফল হলে জেলার অন্য পৌর এলাকাতেও ধাপে ধাপে এ ব্যবস্থা চালু করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রেস্তোরাঁ মালিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট