1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

পত্নীতলা সেনা ক্যাম্পের আয়োজনে দুর্গাপূজার নিরাপত্তা মিটিং অনুষ্ঠিত

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পত্নীতলায় নিরাপত্তা মিটিং অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এ কে এম ফজলে করিম শুভ এর আয়োজনে ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় পত্নীতলা ডাকবাংলো অডিটোরিয়ামে নিরাপত্তা মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে ধামইরহাট,পত্নীতলা, সাপাহার ও পোরশা এই ৪টি উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক, পত্নীতলা ১৪ ব্যাটালিয়ানের বিজিবি প্রতিনিধি, ৪টি উপজেলার ওসি, ইউপি চেয়ারম্যান, আনসার ভিডিপি কর্মকর্তা, ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিটিংয়ে সেনা ক্যাম্পের কমান্ডার এ কে এম ফজলে করিম শুভ এর সভাপতিত্তে বক্তব্য প্রদান করেন পত্নিতলা বিজিবি ১৪ ব্যাটালিয়নের এডি হাচানুর রহমান, ধামইরহাট থানার ওসি ইমাম জাফর, পোরশা থানার ওসি মিন্টু রহমান,সপাহার থানার ওসি আঃ আজিজ, পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান, ধামইরহাট পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মহেশ পাল,পোরশা পূজা কমিটির সভাপতি তপন কুমার, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম,এ,মালেক এবং সকল উপজেলার চেয়ারম্যানদের মধ্য থেকে একজন করে, ইমাম মধ্য থেকে এক জন, পূজা উদযাপন কমিটির ১জন করে, আনসার ভিডিপি সহ সকল ষ্টেক হোল্ডারদের মধ্য হতে সার্বিক নিরাপত্তা বিষয়ে বক্তব্য প্রদান করেন। সভায় সকল পূজামন্ডপের নিরাপত্তা ব্যাবস্থায় সন্তোষ প্রকাশ করেন বক্তাগন। এবং পূজা কমিটির নিজ দায়ীত্তে পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেয়া হয়। সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এ কে এম ফজলে করিম শুভ বলেন, “যে অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট