1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন

অষ্টগ্রামে সাংবাদিকদের উপর আনসার ভিডিপির কুরুচিপূর্ণ আচরণ

অষ্টগ্রাম প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক কুরুচিপূর্ণ আচরণের শিকার হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শারদীয় দুর্গাপূজার দায়িত্ব সম্পর্কিত তথ্য জানতে গেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক ইনকিলাব এর অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মাহবুব আলম। তারা জানান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ রমজান মিয়া অযথা ক্ষিপ্ত হয়ে বলেন, “আমরা বাথরুমে থাকব, বউ নিয়ে থাকব, তার মধ্যে সাংবাদিক আসবে কেন এ ধরনের অশোভনিয় মন্তব্যের মাধ্যমে তিনি সরকারি অফিসকেই বেডরুম হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মোঃ রমজান মিয়া পূর্বে কটিয়াদি উপজেলায় কর্মরত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ থাকায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। এছাড়া তিনি নিজেও স্বীকার করেছেন, কটিয়াদিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটিয়েছিলেন।

এ বিষয়ে জেলা আনসার ভিডিপি কমান্ডারকে ফোন করা হলে, তিনি অভিযোগ গ্রহণের কথা বললেও ব্যস্ততার কারণে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। একই সঙ্গে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তারও রমজান মিয়ার পক্ষপাতিত্ব করায় কোনো পদক্ষেপ নেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আপনারা লিখিত অভিযোগ দিন, আমি আনসার ভিডিপি কতৃপক্ষে তা জানাব। বিষয়টি সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না।

ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন, মোঃ রমজান মিয়ার সকল আচরণ ও কুরুচিপূর্ণ বক্তব্য দৈনিক ইনকিলাবের ক্যামেরায় রেকর্ড হয়েছে।

স্থানীয়রা পরিস্থিতি সামাল দেন। সাংবাদিক মহল এই ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সচেতন মহল বলছে, একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট