গাজীপুর নাটকের কথা বলে এক মডেলকে রিসোর্টে এনে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক পরিচাকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর রিসোর্টটিতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়ায় রিসোর্টের দুই নারী ও রিসোর্টের কর্মচারীসহ ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
২১ সেপ্টেম্বর রাতে গাজীপুরের রাস রিসোর্টে পরিচালকের সাথে শুটিং এর কাজে আসেন এই মডেল। কথা ছিল নাটকের নায়িকার চরিত্রে অভিনয় করার। আগে থেকেই রিসোর্টে অবস্থান করছিল দুজন। শুট্যিং এর কথা বলে রিসোর্টে ডেকে এনে ওই নারী মডেলের উপর চলে নির্মম নির্যাতন।
ভুক্তভোগীর অভিযোগ দফায় দফায় নির্যাতনের স্বীকার হয়ে ফিরে আসতে চাইলে দেয়া হয় হত্যার হুমকি। এক পর্যায়ে রিসোর্ট এর মালিক পরিচয় দেয়া এক ব্যক্তি সঙ্গে থাকা মোবাইল রেখে বের করে দেন সেখান থেকে। এই পর থেকেই চলছে এই নারীর আইনী লড়াই।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার অভিযান চালিয়ে রিসোর্টিকে ২ লাখ টাকা জরিমানাও সিলগালা করার পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজন কর্মচারীকে,
পুলিশ জানায়, কোনরকম অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিলো এই রিসোর্টটি ফোনো সট: আব্দুল বারিক
ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্রীপুর মডেল থানা ফোনো সট মো: সাইদুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), শ্রীপুর, গাজীপুর
স্বাস্থ্য পরীক্ষায়ও ঐ নারীকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে ফরেনসিক বিভাগ। আসামীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।