বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য বিপুল সংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে। পরিস্থিতি উন্নত হলে অন্যান্য ভিসা চালু করা হবে।
সোমবার বিকেলে দুর্গাপূজার দ্বিতীয় দিন সপ্তমীতে ভারতীয় হাই কমিশনার কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে এসে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
প্রণয় কুমার ভার্মা কুমুদিনীতে পৌছালে তাঁকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল পোদ্দার, ডেপুটি জেনারেল ম্যানেজার অনিমেশ ভৌমিক প্রমুখ।
হাই কমিশনার বলেন, এখানে তিনি সপ্তমী পূজা উদযাপন করতে এসেছেন। দুর্গাপূজা একটি মহোৎসব। বাংলাদেশ ও ভারতে দুর্গাপূজার উৎসব একই ভাবে পালন করে থাকে। আশা করি দুর্গাপূজা আমাদর জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি সাইকে দুর্গাপূজার শুছেচ্ছা জানান।
কুমুদিনী হাসপাতালের লাইব্রেরীতে চা চক্র শেষে সন্ধ্যায় বজরায় লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মন্ডপ পরিদর্শন করেন হাই কমিশনার এবং সেখানে ভারতেশ্বরী হোমসের মেয়েদের পরিবেশনায় আরতি নৃত্য উপভোগ করেন।
এদিকে একই দিন বিকেলে কানাডার রাষ্ট্রদূত অজিত সিং ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী কুমুদিনী কমপ্লেক্সে পরিদর্শন করেন। সেখানে তাদের স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। তাঁরা দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আরতি নৃত্য উপভোগ করেন।