1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন

পরিস্থিতি উন্নতি হলে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে- ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

টাঙ্গাইল প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এইচ.ই.মি. প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে যেতে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে এবং আমরা তা প্রচুর পরিমাণে দিচ্ছি। তবে পরিস্থিতির উন্নতি হলে অন্যান্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজাম-পে সপ্তমী পূজার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।

তিনি আরও বলেন, সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আমি এখানে স্বপ্তমীতে অংশ দিয়ে পূজা উদযাপন করতে এসেছি। ভারত ও বাংলাদেশ একইভাবে দুর্গা পূজা উদযাপন করে থাকে। আমরা আশা করি দুর্গা পূজা আমাদের দুই দেশ ও দেশের মানুষের জীবনকে আরো আলোকিত করে তুলবে, উজ্জল ভবিষ্যত বয়ে আনবে।

এরআগে তিনি কুমুদিনী হাসপাতালে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি হাসপাতালের মিউজিয়ামে চা চক্রে যোগ দেন। সেখান থেকে ডিঙ্গি নৌকা যোগে লৌহজং নদী পার হয়ে তিনি রণদা প্রসাদ সাহার বাড়ির পূজাম-প পরিদর্শন করেন। এসময় ভারতেশ^রী হোমস্রে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপভোগ করেন।

এসময় অন্যান্যের মধ্যে, কুমুদিনী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, হাসপাতালের পরিচালক মহাবীর প্রতীক, মির্জাপুর থানার ওসি মুুহাম্মদ রাশেদুল ইসলাম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মো. আব্দুল হালিম, হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট