রৌমারীতে, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (নিজস্ব প্রতিবেদক) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রৌমারী উপজেলার সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও কাপড় বিতরণ করা হয়েছে। এ মহতী উদ্যোগ গ্রহণ করেন রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার গণমানুষের প্রিয় নেতা, দুইবারের সফল চেয়ারম্যান ও ৪নং রৌমারী সদর ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রাজ্জাক।
তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রৌমারী উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু উৎসব নয়, এটি সম্প্রীতির প্রতীক। আমাদের সকল ধর্মের মানুষের মাঝে সৌহার্দ্য ও সহানুভূতির বন্ধন আরও দৃঢ় হোক—এই কামনায় আমি এই সামান্য সহায়তা নিয়ে হাজির হয়েছি।”
স্থানীয় জনগণ এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং নেতার এই মানবিক আচরণকে প্রশংসার সাথে গ্রহণ করেছে। অনুষ্ঠানে রৌমারী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পূজা উপলক্ষে শাড়ি বিতরণের এই মানবিক কর্মসূচি সনাতন সম্প্রদায়ের মাঝে উৎসবের আনন্দকে আরও রঙিন করে তোলে।