জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখা কৃষক দল। নবীন নেতৃত্বের প্রতি আস্থা ও শুভেচ্ছা জানাতেই গতকাল (২৯/৯/২৫ইং রোজ: সোমবার) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক জনতা উপস্থিত ছিলেন।
জেলা কমিটির নতুন নেতৃত্বকে বরণ করে নিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে কৃষকদের স্বার্থ রক্ষা এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এম.জুনাইদ সাবেক যুগ্ন আহবায়ক হানিফ জিহাদী সাবেক যুগ্ন আহবায়ক মনজুরুল আলম,রামু উপজেলা কৃষক দলের আহ্বায়ক হালিমুর রহমান মিয়াজি, রামু উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার সিকদার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জেলা কৃষক দলের নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তাদের হাত ধরে কক্সবাজার জেলার কৃষকদের অধিকার আদায়ে আরও শক্তিশালী ভূমিকা রাখবে দলটি।
সমাবেশের শেষে জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।