1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

​কক্সবাজার জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জোয়ারিয়ানালায় উষ্ণ অভ্যর্থনা

কক্সবাজার প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখা কৃষক দল। নবীন নেতৃত্বের প্রতি আস্থা ও শুভেচ্ছা জানাতেই গতকাল (২৯/৯/২৫ইং রোজ: সোমবার) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। 

​জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক জনতা উপস্থিত ছিলেন।

​জেলা কমিটির নতুন নেতৃত্বকে বরণ করে নিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে কৃষকদের স্বার্থ রক্ষা এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এম.জুনাইদ ​সাবেক যুগ্ন আহবায়ক হানিফ জিহাদী ​সাবেক যুগ্ন আহবায়ক মনজুরুল আলম,​রামু উপজেলা কৃষক দলের আহ্বায়ক হালিমুর রহমান মিয়াজি, ​রামু উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার সিকদার ​নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জেলা কৃষক দলের নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তাদের হাত ধরে কক্সবাজার জেলার কৃষকদের অধিকার আদায়ে আরও শক্তিশালী ভূমিকা রাখবে দলটি।

​সমাবেশের শেষে জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট