1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

বরগুনায় জাকের পার্টির র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলহাস, বরগুনা;-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে- জাকের পার্টি যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছে – জাকের পার্টি

২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে।বরগুনার সকল ইউনিয়নের উদ্যোগে সাংগঠনিক জনসভার ধারাবাহিকতায় (৩০ সেপ্টেম্বর) বিকেলে  বরগুনা সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬ নং বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে সভা স্থলে আসে পরে ইউনিয়ন পরিষদ থেকে র‍্যালি শুরু হয়ে হাজারবিঘা বাজার এলাকা প্রদক্ষিণ করে আয়োজিত সভাস্থলে এসে র‍্যালির সমাপ্তি হয় এবং আলোচনা সভা শুরু করা হয়।

জাকের পার্টির ৬নং বুড়িরচর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোঃ জাহাঙ্গীর কবির, সভাপতি, জাকের পার্টি বরগুনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মোঃ গোলাম মাহমুদ সেলিম,সহ-সভাপতি, জাকের পার্টি বরগুনা জেলা। বিশেষ অতিথিঃ জনাব মোঃ আতিকুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সম্পাদক জাকের পার্টি বরিশাল বিভাগ।

সভায় বক্তারা বলেন, জাকের পার্টি দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। দেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাকের পার্টির সৌহার্দ্য ও সম্প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিকট ভবিষ্যতে জনগণ দলটিকে সমর্থন দিবে।

সভায় উপস্থিত ছিলেন আল আমিন খোকন সভাপতি মৎসজীবী ফ্রন্ট বরগুনা জেলা শাখা। এডি আলামিন আকন,সাবেক সভাপতি সদর উপজেলা ছাত্র ফ্রন্ট সহ স্থানীয় নেতা কর্মীরা।

শেষে দোয়া, মোনাজাত ও উপস্থিত সকলকে তবারক বিতরণের মধ্যে দিয়ে আয়োজিত আলোচনা সভা শান্তিপূর্নভাবে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট