1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

কালাইয়ে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি গোলাম মোস্তফা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে জয়পুরহাট জেলার কালাই, উপজেলার উদয়পুর এবং মাত্রাই ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি এসব উপজেলার মাত্রাই উদয়পুরে পূজামণ্ডপে গিয়ে পূজার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দুর্গোৎসবের শুভেচ্ছা পৌঁছে দেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন এক আনন্দ-উৎসব। এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি জয়পুরহাটের ঐতিহ্য আমাদের অটুট রাখতে হবে।

এছাড়া তিনি বিভিন্ন মন্দিরের উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং আয়োজকদের উৎসব সফলভাবে সম্পন্ন করার অনুরোধ জানান।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য

আনিসুর রহমান তালুকদার, অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন, অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক, মামুনুর রশিদ সরকার,এফতাদুল হক৷ মফিদুল ইসলাম, মামুন, আনোয়ার, হামিদল,মহসিন,মাহবুব ওয়াসিম, রউফ, মুন্জু, ফেরদৌস, সাজ্জাদ, খাজা,আজগর সবুরসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট