1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজা মন্ডপ পরিদর্শন – আমীর খসরু মাহমুদ চৌধুরী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হলে দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আইন পাস করার মধ্য দিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

‎টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার (১ অক্টোবর) সন্ধা৭:০০ ঘটিকার সময় দানবীর রণদা প্রসাদ সাহার পুজামন্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামন্ডপে শুভেচ্ছা পৌছে দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তাকে স্বাগত জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শুভেচ্ছা গ্রহণ করেন কুমুদিনী ওয়েল ফেয়ার টাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ।



‎অতিথিরা কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে ভারতেশ্বরী হোমসের গেট হয়ে বজরা নৌকায় লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার পূজা মণ্ডপে যান। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাদের স্বাগত জানান।


‎এরপরে অতিথিরা দানবীর রণদা’র বাড়িতে জলযোগ শেষে রণদা’র পূজা মণ্ডপে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

‎মহানবমীতে দানবীর রণদা প্রসাদ সাহা দুর্গামণ্ডপের সামনে ভক্তদের প্রচুর সমাগম ঘটে। ‎বিকেল ৪টার পর থেকে উপজেলা সদরের প্রত্যেক রাস্তা বা সড়কে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। অনেক ভক্ত পূজার প্রথমভাগেই দূরের মণ্ডপগুলোর প্রতিমা দর্শন শেষ করে নিজেদের বাড়ির পূজা উপভোগ করেন।

উল্লেখ্য বিষয় হচ্ছে যে , এ বছর মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা সহ ১৪ ইউনিয়নে ২৫৭ মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। অন্য বছরের চেয়ে এ বছর নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার লক্ষ করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট