জয়পুরহাটের কালাই উপজেলা ওলামা দলের সভাপতি শফিকুল কাজী উদয়পুর ইউনিয়নের দুধাইল ও বাসুরা দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
পূজা উদযাপন উপলক্ষে সভাপতি শফিকুল কাজী নগদ অর্থ সহায়তাও প্রদান করেন। তার এই উদ্যোগকে স্থানীয়রা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এ সময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করবো।