1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

কাঠালিয়ায় রাস্তা ও ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী–বটতলা সড়ক এবং শৌলজালিয়া বাজারের ড্রেন নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় এই দুটি স্থানে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলছে। তবে কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে কিছু নিম্নমানের ইট অপসারণের নির্দেশ দিলেও বেশিরভাগ কাজেই নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রকৌশলী বিষয়টি স্বীকার করে বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা কিছু ইট সরিয়ে ফেলেছি। কাজের মান যেন ঠিক থাকে সে বিষয়ে তদারকি করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাওছার নামে এক কর্মী বলেন, “বর্তমানে বাজারে ভালো মানের ইট পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে এসব ইট ব্যবহার করা হয়েছে।”

এলাকাবাসীর অভিযোগ, সরকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয় করলেও নিম্নমানের কাজের কারণে অল্পদিনের মধ্যেই এসব রাস্তা ও ড্রেন নষ্ট হয়ে যায়। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মানসম্মত নির্মাণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট