ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী–বটতলা সড়ক এবং শৌলজালিয়া বাজারের ড্রেন নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় এই দুটি স্থানে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলছে। তবে কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে কিছু নিম্নমানের ইট অপসারণের নির্দেশ দিলেও বেশিরভাগ কাজেই নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রকৌশলী বিষয়টি স্বীকার করে বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা কিছু ইট সরিয়ে ফেলেছি। কাজের মান যেন ঠিক থাকে সে বিষয়ে তদারকি করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাওছার নামে এক কর্মী বলেন, “বর্তমানে বাজারে ভালো মানের ইট পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে এসব ইট ব্যবহার করা হয়েছে।”
এলাকাবাসীর অভিযোগ, সরকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয় করলেও নিম্নমানের কাজের কারণে অল্পদিনের মধ্যেই এসব রাস্তা ও ড্রেন নষ্ট হয়ে যায়। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মানসম্মত নির্মাণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।