নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আজ ০১ নভেম্ব. মেট্রোপলিটন পুলিশ লাইন্স ট্রেনিং ইউনিটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স. এর ৮ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সকাল ০৯:০০ টায় কোর্স উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
০৩ দিন মেয়াদি এই প্রশিক্ষণে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত পুলিশ পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, পিপিএম, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রিয়াজ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মা সহ সংশ্লিষ্ট প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ।