সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায় সমিতির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের সম্প্রসারিত ভবনের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও শাহরিয়ার রহমান।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, বড় শিবপুর কোতরাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আতোয়ার রহমান, মঙ্গখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী, ধামইরহাট উপজেলা আদিবাসী অর্থ-সামাজিক উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ঈশ্বর মার্ডি প্রমুখ। আলোচনা শেষে সমিতির সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সব শেষে বেনিদুয়ার আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সৌজন্যে নৃত্য পরিবেশন করা হয়।