টাঙ্গাইলের মির্জাপুরে সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে মির্জাপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায় সমিতির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরিষদের ভবনের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল হক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.বি.এম. আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, উপজেলা পরিষদ, মির্জাপুর, টাঙ্গাইল।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তারেক আজিজ সহকারী কমিশনার (ভুমি), মির্জাপুর, টাঙ্গাইল । মোহাম্মদ রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মির্জাপুর থানা, টাঙ্গাইল।