1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

পাবনায় প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

পাবনায় পিডিপি নেসকো অফিস কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার সংযোগ স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয়েছে, ২রা নভেম্বর রবিবার সকাল দশটায় পাবনা বিদ্যুৎ গ্রাহক পরিবার নামক ব্যনারে, মানবাধিকার ঐক্য পরিষদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বক্তারা বলেন প্রিপেইড মিটার স্থাপনে গ্রাহকগণ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেমন ব্যালেন্স দ্রুত শেষ হয়ে যাওয়া ও অযৌক্তিক বিল বৃদ্ধি।

মিটার রিডিংয়ের জটিলতা এবং কারিগরি ত্রুটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে অনলাইনে রিচার্জ করতে না পারা ও সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছে এবং বিদ্যুৎ বিভাগ এসব সিদ্ধান্ত গ্রাহকদের সাথে আলোচনা না করেই বাস্তবায়ন করতে যাচ্ছে। এবং এই অযৌক্তিক সিদ্ধান্ত স্থানীভাবে স্থগিত না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচি প্রদানের হুশিয়ারী দেওয়া হয়।

এসময় বক্তারা গ্রাহকদের দাবীও বাস্তবায়নের জোর দাবী জানায় দাবীগুলোর মাঝে রয়েছে, পাবনা জেলায় সকল প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে।

গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য জেলা পর্যায়ে জরুরি মনিটরিং সেল গঠন করতে হবে। বিদ্যুৎ বিল ও মিটার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণের মতামত নেওয়ার প্রক্রিয়া চালু করতে হবে। ঘন্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয় সেখানে পাবনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়, এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন আমরা জনগণের আস্থা অর্জন করে জনগনের জন্য কাজ করে যাচ্ছি এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং জনগনের ভোগান্তি লাঘব হয় সেলক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট