নওগাঁর ধামইরহাটে এনজিও “বন্ধন” এর আয়োজনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় “বন্ধন” ধামইরহাট অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন “বন্ধন” পাঁচবিবি প্রধান কার্যালয়ের কো- অর্ডিনেটর শফিকুল ইসলাম চৌধুরী। এরিয়া ম্যানেজার মকবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ধামইরহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম (লিটন), সাংবাদিক এম এ মালেক প্রমুখ।
এছাড়াও তরুণদের মধ্য হতে ইউসুফ আলী, নূরী ইয়াসমিন,হারুন উর রশীদ বক্তব্য প্রদান করেন।
বক্তাগন তরুনদের উদ্দোক্তা হওয়া, উদ্ভাবনি সেবা, সামাজিক উন্নয়নমূলক কাজে তরুনদের সম্পৃক্তকরন নিয়ে আলোচনা করেন। যুব উন্নয়ন কার্যালয় থেকে বিভিন্ন ট্রেডে প্রয়োজনীয় প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়ে থাকে বলে যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান জানান। কারিগরি বিভিন্ন কাজে সহযোগিতা করা হবে বলে বন্ধন কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান।