নওগাঁ জেলায় মোট ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার ৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই নওগাঁর বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ঘোষিত প্রার্থীদের তালিকা নিম্নরূপ নওগাঁ-১ (পোরশা–নিয়ামতপুর–সাপাহার): মোস্তাফিজুর রহমান। নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট): সামসুজ্জোহা খান জোহা। নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী): ফজলে হুদা বাবুল। নওগাঁ-৪ (মান্দা): ডা. ইকরামুল বারী টিপু। নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর): এস. এম. রেজাউল ইসলাম রেজু।
তবে নওগাঁ-৫ (জেলা সদর) আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। শিগগিরই এ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।