১৩৫ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ২ বারের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী,শিশু বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষণা করেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি টাঙ্গাইল-৭ আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকীর নাম ঘোষণা করেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাত্র জীবন থেকেই বিএনপি রাজনীতির সাথে নিবিড় ভাবে জড়িত। তিনি ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে জয় লাভ করে এমপি নির্বাচিত হন। একই বছর জুন মাসে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনিই পুনঃরায় এমপি হন। এছাড়া তিনি দীর্ঘদিন মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদকের দায়িত্ব সততার সাথে পালন করছেন। মির্জাপুরে বিএনপির রাজনীতিতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
এদিকে মনোনয়ন ঘোষণার পর উল্লাসে মেতে উঠেছে তার নেতাকর্মী ও সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেতাকর্মীদের উৎসবমুখর পোস্ট দেখা যাচ্ছে।