নওগাঁর ধামইরহাট উপজেলায় বিশেষ অভিযানে ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়নের অন্তর্গত চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছার রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শুক্রবার রাতে উপজেলার কাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার দৌলতপুর গ্রামের মোঃ শফিউল ইসলামের ছেলে মোঃ ফরহাদ হোসেন কে মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা নম্বর–০৫, তারিখ–০৩ নভেম্বর ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করে মালামালসহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।