1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম সূর্যমুখী, শীতকালীন পিঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও  রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ বীজ ও  রাসায়নিক সার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল আলমসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, উপকারভোগী প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নের আট হাজার ৫০ জন কৃষকের মাঝে  গম, সরিষা,সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর এর বীজ বিতরণ করা হয়। এর মধ্যে প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি সরিষা বীজ এবং ২০কেজি গম বীজ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব কৃষককে এই পরিমাণ বীজ ও সার প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট