1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

নিয়ামতপুরে সাথী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় সাথী পার্ক নামে নতুন একটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর)  সকাল ১০ টায় ভাবিচা ইউনিয়নের আমইল এলাকায় এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আলোচনা সভা  ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন পার্কের
স্বত্বাধিকারী শহিদুল ইসলাম সাথীর পিতা আলহাজ্ব মো. শামসুল হক।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, নওগাঁ ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) কাজী মেহেদী হাসান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ভিত্তিপ্রস্তর কার্যক্রম শুরু হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা  ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান পার্কটির গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়নে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, “বিনোদন মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই পার্কটি অত্র এলাকার শিশু-কিশোর ও সাধারণ মানুষের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

সভাপতি আলহাজ্ব মো. শামসুল হক তার বক্তব্যে পার্কটি দ্রুত এবং মানসম্মতভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন বিনোদন সাথী পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন। পার্কটি এই এলাকার মানুষের কাছে একটি নতুন বিনোদনের কেন্দ্র হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসী মনে করছেন, সাথী পার্ক নিয়ামতপুর উপজেলায় বিনোদনের নতুন মাত্রা যোগ করবে। বিনোদন স্পট হিসবে আমইল নতুনভাবে পরিচিতি পাবে।  এর পাশাপাশি এলাকার লোকজনের কর্মসংস্থান হবে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

সবশেষে সাথী পার্কসহ সকলের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট