নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, দপ্তর সম্পাদক রনজিত মিনজ, সদস্য রকিবুল হাসান, নাজমুল হক, আতিক করিম, জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় প্রেসক্লাবের সদস্যদের সংবাদ পরিবেশনার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এছাড়া দেশের নানা বিষয় নিয়ে সদস্যদের মধ্যে আলপ- আলোচনা হয়।