নওগাঁর ধামইরহাটে ১২ নভেম্বর দুপুর ১ টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬০/৭-এস হতে আনুমানিক ৪ কিলো মিটার বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল এবং ২টি মোবাইলসহ ২ জন চোরাকারবারী উপজেলার মঙ্গলিয়া গ্রামের সাইদদুর রহমানের ছেলে মোঃ রইহান(২৩), রঘুনাথপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ আবু হানিফা(২২) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (ধামইরহাট থানার মামলা নং-১৪, তারিখ-১২-১১-২০২৫ ইং)।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।