নওগাঁর নিয়ামতপুরে “স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলা পদক্ষেপ (কল)” প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাস এ প্রকল্প বাস্তবায়ন করছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। কারিতাস বাংলাদেশ সম্পর্কে ও কারিতাস কল প্রকল্পের বিস্তারিত মাল্টিমিডিয়া মাধ্যমে স্পষ্ট ধারণা প্রদান করেন প্রকল্প ম্যানেজার মো: আবুল বাসার মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফায়সাল নাহিদ পবিত্র,উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুলহক নিয়ামতপুর প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন, ৮টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধি কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পরিকল্পনা, সচেতনতা এবং বহুমুখী উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। কল প্রকল্প স্থানীয় জনগোষ্ঠী, কৃষক, নারী ও ঝুঁকিপূর্ণ জনগণের জীবনমান উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে কাজ করছে।
কারিতাস রাজশাহী অঞ্চলের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পকে সফল করতে সংশ্লিষ্ট সবাই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।