বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে তরুন সমাজকে মাদকমুক্ত ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে গাজীপুরে আয়োজিত হলো ম্যারাথন দৌড়। বৃহস্পতিবার সকালে গাজীপুরের আমবাগান থেকে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন গাজীপুর -১ আসনে বিএনপির এমপি পদপ্রার্থী ড.ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ চৌধুরী।
ম্যারাথন দৌড় উপলক্ষে প্রায় তিন কিলোমিটার এলাকায় দৌড়িয়ে কোনাবাড়ী এসে দৌড় শেষ করেন। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী এ দৌড়ে অংশগ্রহন করেন।
আয়োজকরা বলছেন, তরুন প্রজন্মকে মাদক ও নেশা মুক্ত রাখার পাশাপাশি তারেক রহমানের যুব বান্ধব কর্মসূচি সম্পর্কে এলাকাবাসীকে অবহিত করতে এ ম্যারাথন দৌড় আয়োজন করা হয়েছে।
ড.ব্যারিস্টার ইশরাক আহমেদ চৌধুরী, সদস্য সচিব, গাজীপুর জেলা বিএনপি ।