1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ ধামইরহাট ও পত্নীতলার সাংবাদিকদের সাথে সামসুজ্জোহা খানের মতবিনিময় আওয়ামী লীগ থেকে দুই নেতার পদত্যাগ, ভুল বুঝতে পারার দাবি কালাইয়ে তিনটি খড়ের পালা পুড়ে ভস্মীভূত, তদন্ত শুরু করেছে পুলিশ মির্জাপুরে দাঁড়িয়ে থাকা বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ১ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা জলঢাকায় ভুয়া আহত দেখিয়ে সরকারি ভাতা গ্রহণের অভিযোগে ইউএনও বরাবর দরখাস্ত ধামইরহাটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বরিশালে সেতুর পিলারে ধস জনমনে পারাপারে আতঙ্ক  হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: কালাইয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

পাবনায় দায়িত্ব নিলেন নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা

পাবনা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

পাবনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা জনাব শাহেদ মোস্তফা (পরিচিতি নম্বর: ১৬০১১)। তাঁর যোগদানকে ঘিরে জেলার সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) ও (বাজেট-১) পদে দায়িত্ব পালন করছিলেন।

অভিজ্ঞতা ও দক্ষতায় সমৃদ্ধ কর্মজীবন জনাব শাহেদ মোস্তফার দীর্ঘ এবং বহুমুখী প্রশাসনিক অভিজ্ঞতা সরকারি সেবার ক্ষেত্রে তাঁর দক্ষতা, সততা ও নিষ্ঠার পরিচায়ক। তিনি পরপর দুই দফায় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব পদে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাজেট সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন। ২০২১ সালের ৭ মার্চ থেকে তিনি উপসচিব পদে ধারণাগত জ্যেষ্ঠতা লাভ করেন, যা তাঁর কর্মজীবনে উল্লেখযোগ্য মাইলফলক।

মাঠ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা তাঁকে জনসেবায় আরও পরিণত ও দূরদর্শী করে তুলেছে। পরিচিত মহলের মতে, তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, ভদ্র এবং নম্র স্বভাবের একজন কর্মকর্তা—যিনি সর্বদা জনস্বার্থকে অগ্রাধিকার দেন।

পাবনার সার্বিক উন্নয়নে মনোযোগী নতুন ডিসি
অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর থেকেই নবাগত জেলা প্রশাসক পাবনার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করার কাজ শুরু করেছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রথম দফার মতবিনিময়েই তিনি জানিয়েছেন, পাবনার উন্নয়ন ও জনকল্যাণই হবে তাঁর কাজের মূল কেন্দ্রবিন্দু।

পাবনার সর্বস্তরের মানুষের প্রত্যাশা—তাঁর দক্ষতা, অভিজ্ঞতা এবং কার্যকর নেতৃত্ব পাবনার চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে আরও গতিশীল করবে। সেবাকে আরও সহজ ও জনমুখী করতে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি কঠোর, দ্রুত ও গুণগত মান বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন এবং নতুন উন্নয়ন উদ্যোগে গতি সঞ্চারে তিনি বিশেষ মনোযোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

পাবনার সর্বস্তরের মানুষ বিশ্বাস করে—জনাব শাহেদ মোস্তফার গতিশীল নেতৃত্বে জেলা অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক অগ্রগতির পথে নতুন উচ্চতায় পৌঁছাবে। তাঁর নতুন দায়িত্বপালনের যাত্রায় শুভকামনা জানিয়েছেন জেলার সর্বস্তরের জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট