পাবনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা জনাব শাহেদ মোস্তফা (পরিচিতি নম্বর: ১৬০১১)। তাঁর যোগদানকে ঘিরে জেলার সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) ও (বাজেট-১) পদে দায়িত্ব পালন করছিলেন।
অভিজ্ঞতা ও দক্ষতায় সমৃদ্ধ কর্মজীবন জনাব শাহেদ মোস্তফার দীর্ঘ এবং বহুমুখী প্রশাসনিক অভিজ্ঞতা সরকারি সেবার ক্ষেত্রে তাঁর দক্ষতা, সততা ও নিষ্ঠার পরিচায়ক। তিনি পরপর দুই দফায় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব পদে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাজেট সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন। ২০২১ সালের ৭ মার্চ থেকে তিনি উপসচিব পদে ধারণাগত জ্যেষ্ঠতা লাভ করেন, যা তাঁর কর্মজীবনে উল্লেখযোগ্য মাইলফলক।
মাঠ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা তাঁকে জনসেবায় আরও পরিণত ও দূরদর্শী করে তুলেছে। পরিচিত মহলের মতে, তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, ভদ্র এবং নম্র স্বভাবের একজন কর্মকর্তা—যিনি সর্বদা জনস্বার্থকে অগ্রাধিকার দেন।
পাবনার সার্বিক উন্নয়নে মনোযোগী নতুন ডিসি
অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর থেকেই নবাগত জেলা প্রশাসক পাবনার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করার কাজ শুরু করেছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রথম দফার মতবিনিময়েই তিনি জানিয়েছেন, পাবনার উন্নয়ন ও জনকল্যাণই হবে তাঁর কাজের মূল কেন্দ্রবিন্দু।
পাবনার সর্বস্তরের মানুষের প্রত্যাশা—তাঁর দক্ষতা, অভিজ্ঞতা এবং কার্যকর নেতৃত্ব পাবনার চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে আরও গতিশীল করবে। সেবাকে আরও সহজ ও জনমুখী করতে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি কঠোর, দ্রুত ও গুণগত মান বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন এবং নতুন উন্নয়ন উদ্যোগে গতি সঞ্চারে তিনি বিশেষ মনোযোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
পাবনার সর্বস্তরের মানুষ বিশ্বাস করে—জনাব শাহেদ মোস্তফার গতিশীল নেতৃত্বে জেলা অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক অগ্রগতির পথে নতুন উচ্চতায় পৌঁছাবে। তাঁর নতুন দায়িত্বপালনের যাত্রায় শুভকামনা জানিয়েছেন জেলার সর্বস্তরের জনগণ।