নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আসফার সায়মাকে পদোন্নতি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সুবর্ণচর প্রেসক্লাব।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক খলিল উল্লাহ। প্রধান অতিথি ছিলেন ইউএনও রাবেয়া আসফার সায়মা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন বলেন, “ইউএনও মহোদয় সুবর্ণচরে যোগদানের পর থেকেই তাঁর কার্যক্রম আমরা নিবিড়ভাবে লক্ষ্য করেছি। তাঁর সততা, দৃঢ়তা ও কর্মনিষ্ঠা সুবর্ণচরের মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। জলাবদ্ধতা নিরসনে খাল খনন, কৃষি সম্প্রসারণ, আইন-শৃঙ্খলা উন্নয়নসহ নানামুখী কার্যক্রম তিনি সফলভাবে সম্পন্ন করেছেন। যোগ্য ও নিষ্ঠাবান ইউএনওদের সম্মান জানাতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাবেয়া আসফার সায়মা সুবর্ণচর প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, “সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ, পর্যটন সম্ভাবনা ও উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী এলাকা। এই সম্ভাবনাময় উপজেলাকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে সুবর্ণচরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।