নওগাঁর নিয়ামতপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা বিএনপি, অঙ্গ এবং সকল সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা,সহ-সভাপতি আমিনুল ইসলাম,সহ-সভাপতি খলিলুর রহমান খলিল,যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সুজা, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান,উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুর রহমান, এছাড়া বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।