গাজীপুরের কাশিমপুরে বাউল শিল্পী আবুল সরকার পবিত্র কুরআন শরীফ ও আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০২ ডিসেম্বর) সকালে মহানগরীর কাশিমপুরের ৪ নং ওয়ার্ডের হাজী মার্কেট এলাকায় গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, পবিত্র কোরআন শরীফ ও আল্লাহতালাকে নিয়ে কটুক্তি করা বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান তারা। যাতে করে অন্য কেউ আল্লাহ তালা ও কুরআনকে নিয়ে কটুক্তি করতে দুঃসাহস না পায়। এবং তাদের দাবি গুলো যদি মেনে নেওয়া না হয়। তবে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কাশিমপুর টু শ্রীপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে হাজী মার্কেট গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ সামনে এসে সমবেত হয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করেন।