দেশ ও জাতির কল্যাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অতি জরুরী। তাই প্রতিটি নেতাকর্মীকে দেশনেত্রী রোগমুক্তি কামনায় দোয়া করার নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়কে ছিনিয়ে আনার মধ্যে দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানো সম্ভব।
শুক্রবার সকাল থেকে, মৌচাক, সফিপুর ও কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণা ও পথসভার মধ্যে দিয়ে গাজীপুর- ১ আসনের সাবেক মেয়র মজিবুর রহমানের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
নির্বাচনী পথসভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় হাজারো বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।