বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নোয়াখালীর সুবর্ণচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সুবর্ণচর উপজেলার চরজুবিলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ.বি.এম জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড.এবিএম জাকারিয়া, জেলা বিএনপি সদস্য এড. আবদুর রহমান,এনায়েত উল্ল্যাহ বাবুল, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু,উপজেলা যুবদল সদস্য সচিব নুরুল হুদা।
এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাওলানা রুহুল আমীন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত পরিচালনা করেন।