পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার (এসপি) রবিউল ইসলাম গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার পঞ্চগড় (ক্রাইম এন্ড অপস) ফরহাদ হোসেন, ডিআইও ১পঞ্চগড় মোক্তারুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পঞ্চগড় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে পঞ্চগড়ে নানাবিধ সমস্যা কথা তুলে ধরেন ।
নবাগত পুলিশ সুপার বলেন, পঞ্চগড়ের সমস্যাগুলো আমি নোট করে নিয়েছি সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করবেন । তিনি আরো বলেন যে, সকল বিষয়ে আপনারা আমাকে তথ্য দিবেন। আমি আমাদের অফিসার ইনচার্জদের সাথে নিয়ে তা সমাধান করার চেষ্টা করবো।