নির্বাচনী প্রচারনায় গিয়ে পাগলা কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা (০৭ ডিসেম্বর) নির্বাচনী প্রচারনায় গিয়ে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য কবি নাজমুল তারেক তুষার (৪৫)। আজ রোববার বেলা ১১টার দিকে নগরীর খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের অপর প্রান্তে হাজী মেহের আলী সড়কে এ ঘটনা ঘটে।
জানতে চাইলে গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, তার নির্বাচনী গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও মতবিনিময়ের কর্মসূচি পালনের কথা ছিলো। কর্মসূচির প্রারম্ভে বেলা ১১টায় খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের অপর প্রান্তে হাজী মেহের আলী রোডের সম্মুখভাগে হিংস্র (পাগলা) কুকুর তেড়ে আসে।
তিনি জানান, এসময়ে কুকুরটি গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য কবি নাজমুল তারেক তুষারের ডান পা কামড়ে দেয়। তৎক্ষনাৎ নাজমুল তারেক তুষার কে প্রাথমিক চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল, জেলা সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব ও খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল আমিন শেখ, জেলা সদস্য সাগর চ্যাটার্জী, ২০নং ওয়ার্ড সংগঠক কাইয়ুম শরীফ জনি, রাফসান জানি।
এঘটনার পর ‘মাথাল’ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যায়। আহত কবি নাজমুল তারেক তুষার বর্তমানে তার বাসায় চিকিৎসাধীন রয়েছেন।