বরিশাল নগরীতে মানহীন ও খাবারে বিষাক্ত রং মেশানোর দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ( ৮ ডিসেম্বর এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল জেলা প্রশাসন এবং বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।
এ সময় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন ‘অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার’ নামের একটি কারাখানায় মানহীন ও বিষাক্ত রং মিশিয়ে মিষ্টি তৈরি করায় প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নগরীর ৬ নং ওয়ার্ডস্থ নিউ সদর রোড এলাকার ‘মারুফ সুপার স্পেশাল’ নামে একটি আইসক্রিম কারাখানায় অনুমোদনহীন ও বিষাক্ত রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আইনি সহায়তার সেবা অভিযানে ওই দুই প্রতিষ্ঠানের ৭-৮ হাজার পিস আইসক্রিম ও মিষ্টি ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল কার্যালয়ের সদস্যরা ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে ওই কারখানা দুটিতে গোপন নজরদারি অব্যাহত রেখে ক্রেতার ছদ্দবেশ ধারণ করে পন্য ক্রয় করেন। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে খাবারের নিম্ন মান ও কাপরের রং মেশোনেরা বিষয়টি নিশ্চিত হলে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের মাধ্যমে অভিযানটি পরিচালনা করা হয়