মাদ্রাসা পড়ুয়া ১৪ বছরের রবিউল গাছ থেকে পড়ে ১টি পা ভেঙ্গে দুই টুকরো হয়ে গিয়েছে বিনা চিকিৎসার ১ মাস ৮দিন মাত্র ৩৫ হাজার টাকার অভাবে ভেঙ্গে যাওয়া পায়ের অপারেশনের ওটি বন্ধ।
ঘরে অসুস্থ বাবা চলাফেরা করতে পারে না তার পক্ষে সন্তানের মুখে একটু ঔষধ তুলে দেওয়ার সেই সামর্থ্য নেই! নিরুপায় হতভাগ্য মাটাও সন্তানকে কলে নিয়ে বসে আছে মেডিকেলে। মাদ্রাসায় পড়ুয়া রবিউল কুরআন শরীফ ১২ পারা মুখস্ত করেছে কিন্তু আর মাদ্রাসায় ফেরা হয়নি.
রবিউল ভাঙ্গা পা নিয়ে নিদারুণ অসহায়ত্বে য’ন্ত্রণা কাতর স্ব চোখে দেখার মতো না..হতদরিদ্র পরিবারের স্বপ্ন রবিউল একজন ভবিষ্যৎ হাফেজ হবে। অসহায় মা- বাবার এ স্বপ্ন যেনো বৃথা না যাক! দয়া করে রবিউলের জীবন বাঁচাতে এগিয়ে আসুন প্লিজ।
বিকাশ নগদ পার্সোনাল 01964577896
খুলনা মেডিকেলের অর্থোপেডিক বিভাগের ৩ তলায় ০৭ বেড পড়ে আছে রবিউল! চাইলে সরাসরি এসে ওর ওটির দায়িত্ব নিতে পারেন অথবা একটু ঔষধ কিনে দিয়ে পাশে দাঁড়াতে পারেন.