বরগুনার তালতলী উপজেলায় নৌবাহিনী ডিটাচমেন্ট ও তালতলী থানা পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ১৪৮৫ পিস ইয়াবাসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর একটি সেকশন ও তালতলী থানা পুলিশের নিয়মিত তল্লাশির সময় পরিরখাল এলাকার মোঃ হুমায়ুন কবির (৪০) এবং মোমেসে পাড়ার মোছাঃ খুকুমনি নামে দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসায় জড়িত বলে জানা গেছে।
পুলিশ জানায়, আনুমানিক ১১:৫০ মিনিটের দিকে তল্লাশির জন্য থামানো হলে, মহিলা পুলিশের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হয় এবং এসময় ১৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃতদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।