পাবনায় বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা ৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস ও চেয়াপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জেলা বিএনপির আহবায়ক ও পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব সহ ৫ জন আটঘরিয়ার সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
শামছুর রহমান শিমুল বিশ্বাস হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। হাবিবুর রহমান হাবিব পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।
সবচেয়ে গুরুতর জখম হয়েছে শিমুল বিশ্বাসের সহকারী ও বেগম খালেদা জিয়ার সাবেক সিএসএফ সদস্য এনামুল হক (চোখে-মুখে জখম), বেড়া উপজেলা বিএনপি নেতা রইস বিশ্বাস ও শিমুল বিশ্বাসের গাড়ি চালক।
পাবনার সুজানগর উপজেলায় সুজানগর বিএনপির তারুণ্যের সমাবেশ অনুষ্ঠান থেকে ফেরার পথে পাবনা একদন্ত সড়কে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়।
দ্রুত ঘটনাস্থল থেকে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস সহ বাকিদেরকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । এখন পর্যন্ত তারা সকলেই পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রফিকুল ইসলাম জানান গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে আইনি প্রক্রিয়া চলমান।