নওগাঁর নিয়ামতপুর থানার সদ্য যোগদানকৃত
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ওসির নিজ কার্যালয়ে জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান , জাতীয় আদিবাসী পরিষদ পাড়ইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শিরিষ পাহান, নিয়ামতপুর প্রাণিসম্পদ হাসপাতালের এফএফ নিপেন পাহান, আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর শাখার যুগ্ম আহবায়ক স্বপন মাহাতো প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা শেষে ওসির সাথে মতবিনিময়কালে আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান।