নওগাঁর নিয়ামতপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর রুহুল আমিন। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ্যাডওয়ার্ড বিনত সরেন।
আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আ. হান্নান, মমতাজ মহল প্রমুখ। সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৮জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।