কুড়িগ্রামের রৌমারীতে পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলাপাড়া গ্রামে। এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়ায় নেমে আসে। তারা হলেন একই গ্রামের শাহাজাহান মন্ডলের ছেলে সাহাব (২) ও আবু তালেবের ছেলে আবু তোহা (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে খেলতে পা পিছলে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির একপর্যায় অচেতন অবস্থায় পুকুরের পানি থেকে শিশু দুটি’কে গলাগলি ধরাবস্থায় দেখতে পায় এবং তাদেরকে উদ্ধার করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিউর রহমান ও রৌমারী থানার এসআই শাহানুর রহমান সহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং মৃত্যু দুই শিশুকে দেখে শোক প্রকাশ করেন। পরে নিহত পরিবারকে শান্তনা দিয়ে লাশ দাফন করার জন্য অনুমতি দিয়ে আসেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সরবেশ আলী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মর্মান্তিক ঘটনায় আমি মর্মাহত। সেই সাথে নিহতের পরিবারের প্রতি গভির সমবেদনা জানাচ্ছি।